ডা: মঈন উদ্দীন ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩০:২৮ অপরাহ্ন
সিলেটে করোনায় মৃত্যুবরণকারী শহীদ ডা: মঈন উদ্দীন স্মরণে গঠিত ‘ডা: মোঃ মঈন উদ্দীন ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা ২০২২’ সালের ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ১০ জন ছাত্র ও ১০ জন ছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এছাড়া পরীক্ষায় ২২ জন ছাত্র-ছাত্রীকে সাধারণ বৃত্তি লাভ করে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১০ ছেলের রোল নম্বর যথাক্রমে- ২১১, ২১২, ২০৯, ২১০, ২২৪, ১২৮, ১৮৭, ০১২, ০৯৯, ০২৯। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১০ মেয়ের রোল নম্বর যথাক্রমে- ০৬৯, ২২৮, ২৩০, ২১৮, ২১৯, ২২৬, ০০১, ১৫৬, ১২৫, ০৭৬।
সাধারণ বৃত্তিপ্রাপ্ত ২২ জনের রোল নম্বর যথাক্রমে- ২২৫, ২২০, ১০৯, ০৩২, ০৪০, ২৬২, ০৬৩, ০৬১, ০৭২, ২৫৮, ২৭২, ২৪৭, ১২৪, ১৬১, ১৪২, ১৪৮, ২০০, ১২০, ১১৬, ২৭৬, ১৫২ ও ১৫৪।
উল্লেখ্য-গত ৯ ডিসেম্বর ২০২২ইং সকাল ১০ টায় উৎসবমুখর পরিবেশে ছাতক উপজেলার প্রায় ৩০০ জন ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘ডাক্তার মোঃ মঈন উদ্দীন ট্রাস্ট’ এর উদ্যোগে এই মেধা বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়। শীঘ্রই অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি ও সনদ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি