মাশরাফির অপেক্ষায় সিলেট
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৯:০১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বিপিএলে উড়ছে সিলেট স্ট্রাইকার্স। উড়ছেন মাশরাফি বিন মুর্তজাও। ১০ ম্যাচে ৮ জয়ে সিলেটের সেরা চার নিশ্চিত। তারা খেলতে চায় কোয়ালিফায়ার ম্যাচ। এজন্য শেষ দুই ম্যাচেও জয় ভিন্ন কিছু চিন্তা করতে পারছে না সিলেট।
নেতৃত্বের পাশাপাশি সিলেটের অধিনায়ক মাশরাফি বোলার হিসেবেও বেশ সফল। আট মাস পর ক্রিকেটে ফিরে বুঝিয়েছিলেন বোলিংয়ের ধার আগের মতোই কার্যকরী। ১০ ম্যাচে ৭.৫৫ ইকোনমিতে উইকেট পেয়েছেন ১২টি। শেষ ম্যাচে নিজের বোলিং শেষ করতে পারেননি। ২.১ ওভার পর মাঠ থেকে উঠে যান কুচকির চোট নিয়ে। বেশ অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে। তবে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিটও নন। তবুও মাশরাফির জন্য অপেক্ষায় আছে সিলেট দল।
বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে ছিলেন মাশরাফি। আজ শুক্রবার তাদের ম্যাচ নেই। কাল শনিবার রাতের ম্যাচে খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
মাশরাফির ব্যাপারে প্রধান কোচ রাজিন সালেহ বলেছেন, আজকে আমরা জানতে পারবো। ফিজিওর সাথে মিটিং আছে রাতে। তখন জানা যাবে পরের ম্যাচ খেলবে কি খেলবে না। তবে আমরা মাশরাফির অপেক্ষায় আছি।
৮ জয়ই বলে দেয় সিলেট কতটা দুর্দান্ত পারফর্ম করেছে পুরো প্রতিযোগিতায়। সামনেও একই ছন্দে এগোতে চায়, বললেন সালেহ, ‘দেখেন থামার কোনো সুযোগ নেই, বিশ্রামের কোনো সুযোগ নেই। আমরা একো একটা করে ম্যাচ এগিয়েছি এবং সামনেও একটা একটা করে এগোবো।’