সিলেটে শেখ কামাল এথলেটিকস প্রতিযোগিতা শুরু
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪১:২১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : সিলেটে শুরু হয়েছে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিকস প্রতিযোগিতা ২০২৩। বৃহস্পতিবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এবারের আসরে সিলেটের ১৩টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের প্রায় ১৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করছে। প্রতিটি উপজেলা থেকে ৩২ টি ইভেন্টে ৯৬ জন করে প্রতিযোগী রয়েছে। এখান থেকে ১ম,২য় এবং ৩য় স্থান অধিকার কারীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের পতাকা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কর্তৃক প্রজ্জ্বলিত মশাল নিয়ে জেলা স্টেডিয়াম মাঠ প্রদক্ষিণ করেন ও শপথ বাক্য পাঠ করেন এ্যাথলেট লাবিব ও শিফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু ও যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনহার মিয়া, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টসমূহে ১ম , ২য় ও ৩য় স্থান অর্জনকারী খেলোয়াড়গণকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
ইভেন্টসমূহ :
০১.‘ক’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) ছাত্র : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প।
০২. ‘ক’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) ছাত্রী : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প।
০৩.‘খ’ গ্রুপ (৯ম হতে ১০ম শ্রেণী) ছাত্র : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস, ৪ঢ১০০ মিটার রিলে।
০৪.‘খ’ গ্রুপ (৯ম হতে ১০ম শ্রেণী) ছাত্রী : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস, ৪ঢ১০০ মিটার রিলে।