সিলেট টেকনিক্যাল কলেজে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় ওই ছাত্রকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভেতর এই ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম আকিব আহমদ। সে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের মো. বেলাল আহমদের ছেলে।
জানা গেছে, বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমাস্থ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভেতর কয়েকজন যুবকের সাথে আকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকদের একজন আকিবের কোমরের পেছনের দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।