কানাইঘাটে কৃষক উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৫:১৪ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
অনাবাদী জমি কৃষি ক্ষেতের আওতায় আনার জন্য কানাইঘাট পৌরসভার কয়েকটি গ্রামের কৃষকদের নিয়ে কৃষি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেচ প্রকল্পের মাধ্যমে ধর্মপুর, নন্দিরাই, ধনপুরসহ আশপাশ এলাকার ফসলী জমিতে প্রথমবারের মতো বোরো ধানের আওতায় নিয়ে আসার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পৌরসভার ধর্মপুর পূর্ব মাঠে কৃষকদের নিয়ে এ উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও সিলেটের বিএডিসি ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুছের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আখতারুজ্জামান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেচ কমিটি ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ।
উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর ইসলাম উদ্দিন, সেচ কমিটির সাথে সংযুক্ত কৃষক মোঃ ইয়াহিয়া, মোস্তফা কামাল, রসময় দাস, হবিব আহমদ, কামরুজ্জামান, কয়ছর আহমদ, আমিন উদ্দিন প্রমুখ।