খেলাফত মজলিস নেতার বাসায় দোয়া মাহফিলে আল আকসার ইমাম
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৯:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
মসজিদে আল আকসার ইমাম ইয়াকুব আল আব্বাসী আজ শুক্রবার বাদ জুমআ বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালীর দক্ষিণ সুরমা শিববাড়ী জৈনপুরস্থ বাসভবনে দোয়া মাহফিলে যোগদান করেন।
এ সময় সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ দোয়া মাহফিলে শরীক হন। মোনাজাতে মুসলমানদের প্রথম কিবলাহ বায়তুল মোকাদ্দস আল আকসা মসজিদের ইমাম ইয়াকুব আল আব্বাসী মুসলিম উম্মাহর ঐক্য ও সাফল্য কামনায় মোনাজাত করেন।
এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হোসেন, সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা সানাউল্লাহ, মাস্টার মাওলানা এমরান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।