জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১২:০৬ অপরাহ্ন
সিলেটে জনতা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আবুল বাসার ও মোঃ আব্দুল হামিদ খানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার জনতা ব্যাংক লিমেটেড এর সিলেট বিভাগীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক দেবাশিস দেব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিন্দাবাজর কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, এরিয়া অফিস সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মাধব রাম পালসহ সিলেট অঞ্চলে কর্মরত কর্মকর্তা, কর্মচারী। বিজ্ঞপ্তি