র্যাব-৯ এর অভিযানে মিললো ৩২ কেজি গাঁজা, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৪:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার রাতে মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযান চলিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় তাদেরকে সোপর্দ করে র্যাব।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমন পানতাতি (২৩) মাধবপুর থানার তেলিয়াপাড়া চা বাগান এলাকার মৃত নিপেন পানতাতি’র ছেলে।
এছাড়া একইদিন রাত সাড়ে ১১টায় শ্রীমঙ্গল ক্যাম্পের অপর একটি টিম চুনারুঘাটে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সেকুল মিয়া (৩৫) কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রায়টুটি গ্রামের বাসিন্দা মৃত কদর আলীর ছেলে।