রশিদপুরে দুই কার্ভাড ভ্যানের সংঘষ
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৬:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে দুই কার্ভাড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়ককের রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় রশিদপুর নামক স্থানে সিলেটগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-২৪০৩) বিপরীত দিক থেকে আসা হোলসিম সিমেন্ট কোম্পানির কার্ভাড ভ্যানের (ঢাকা-মেট্রো-শ-১৩-০৯৫১) সংঘর্ষ হয়। এতে দুটি কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ৩৩ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। বড়ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো গাড়ি দুটির চালক ও হেলপার।