বই না পৌঁছালে ওয়েবসাইট থেকে পড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৯:৩৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো বই না পৌঁছালে ওয়েবসাইট থেকে পড়ানোর জন্য শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার দুই দিনের সফরে চাঁদপুরে একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্টদের এই পরামর্শ দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, যেসব শিক্ষার্থীকে বই দেওয়া বাকি ছিল, তাদের ২৫ (জানুয়ারি) তারিখের মধ্যে সব বই দিয়ে দেওয়ার কথা ছিল। কাজেই কোথাও যদি বই পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই তিনি তা দেখবেন।
শিক্ষামন্ত্রী বলেন, ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে, এরপরও যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, তাহলে শিক্ষকেরা সেখান থেকে শিক্ষার্থীদের পড়াতে পারেন।
চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি বলেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। তবে স্মার্ট বাংলাদেশের যাত্রায় আমরা মনি করি, রাজনীতিকেও স্মার্ট হতে হবে। যেখানে প্রতিটি রাজনৈতিক দল দেশের স্বার্থটাকে সবচাইতে আগে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ প্রমুখ।