গোয়াইনঘাটে পরিত্যক্ত জমিতে সূর্যমূখী চাষ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৫:৫৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
আকাশের সূর্য নয়, সবুজ গাছের মাথায় হাসছে সূর্যমুখি ফুলের বাগান, সাথে রয়েছে ভুট্টা। প্রশাসনিক এলাকার পরিত্যক্ত জমি চাষের আওতায় এনে রুপান্তরিত হয়েছে এক দৃষ্টিনন্দন মাঠে। প্রকৃতিপ্রেমিদের মনেও দোলা দিচ্ছে।
গোয়াইনঘাট উপজেলার প্রশাসনিক এলাকার বিয়াম ল্যাবরেটরী স্কুলের পিছনে পরিত্যক্ত জমিতে এমন সূর্যের হাসি দেখা যায়। এখানে প্রায় দেড় একর জমি সমতল করে মাঠ করা হয়। গত বন্যায় গোয়াইনঘাটের অনেক কৃষককে হালিচারা করার সুযোগ করে দেন ইউএনও। পরে পতিত না রেখে ঐ জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখি ও ভুট্টার চাষ করা হয় কৃষি বিভাগের তত্ত্বাবধানে। সূর্যমুখি থেকে তৈল আর ভুট্টা থেকে মানুষের খাবারের পাশাপাশি সবুজ অংশ থেকে পশুখাবার তৈরী করা যায়। যা বন্যার সঙ্কটময় সময়ে পশুখাবারে সহায়তা হবে। পতিত জমিতে উৎপাদন কৃষকের মনে অনুপ্রেরণা যোগাবে এ চিন্তা থেকে ইউএনও তাহমিলুর রহমান এই বাগান সৃজন করেন। রাস্তা থেকে বাগানটি দৃষ্টি কাড়ছে পথিকের। বাগানটি জানান দিচ্ছে শ্রম সময় আর ধৈর্যের মাধ্যমে উৎপাদনে আগ্রহী হলে সফলতার দ্বার হবে উন্মোচিত, কমবে বাজারমুখী নিত্যপণ্যের উপর নির্ভরতা, বাংলার সবুজ মাঠ দেবে সবুজ সোনা।