বাহরাইনে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৬:৫৭ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি :
বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘শাহীন রেস্টুরেন্ট’ এর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার দেশটির হামেলা শহরে স্থানীয় সময় দুপুর ২ টায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার, বশির মিয়া, বকুল সূত্রধর, এম এ শামীম, সানু মিয়া, বিষ্ণু পদ দেব, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, অলি মিয়া, রানা আহমেদ, মো. জসিম উদ্দিন, আলম আহমেদ, মেহিদী হাসান তালহা, মোহাম্মদ আমিন, তারেক আহমেদ, ফখরুল আহমেদ, রুমেন আহমেদসহ সিলেট ডিভিশন ক্লাবের সদস্যবৃন্দ ও বাহরাইনে অবস্থানরত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী।