গোলাপগঞ্জে চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৩:৪৭ অপরাহ্ন
প্রতি বছরের ন্যায় এবারও চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলে পিঠা উৎসব আয়োজন করা হয়। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘায় শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসবে বিপুল সমাগম দেখা যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল ফজল চৌধুরী সাহেদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আলী হোসেন রাবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন ভুঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ ওয়েলস্ বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুস সালাম, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য রতন মনী চন্দ, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাংবাদিক হারিছ আলী, সাকিব আল মামুন, জয় রায় হিমেল, খালেদ হোসেন, এমডি ফাহিম আশরাফ, শান্ত দাস, শামিল হোসেন, শিক্ষক বিদ্যুৎ জৌতি পুরকায়স্থ, মোতাহার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক। বিজ্ঞপ্তি