শঙ্কা উড়িয়ে সিলেটে আ’লীগ-বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : একইদিনে সিলেটের রাজপথে কর্মসূচী পালন করলো আওয়ামীলীগ ও বিএনপি। কর্মসূচীকে ঘিরে সংঘাতের শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে কর্মসূচী। তবে দুই দলের অবস্থানকে ঘিরে নগরজুড়ে কিছুটা উত্তাপ বয়ে যায়। বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
প্রায় ৫ বছর পর পৃথক কর্মসূচী নিয়ে সিলেটের রাজপথে মুখোমুখি হলো আওয়ামীলীগ ও বিএনপি। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সিলেটে মুখোমুখ হয় প্রধান দুই রাজনৈতিক দল। ওই দিন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে আহত হন অনেকে। এরপর উভয় দল নানা ইস্যূতে রাজপথে সরব থাকলেও কখনো মুখোমুখি হতে দেখা যায়নি।
সর্বশেষ শনিবার দুই প্রধান দল একই দিন কর্মসূচী পালন করলো। আওয়ামীলীগের কর্মসূচীস্থল ছিলো শহীদ মিনার আর বিএনপির রেজিস্টারী মাঠ। দুই দলের সমাবেশস্থলের দূরত্ব ছিলো অর্ধ কিলোমিটারের মতো। তাই শঙ্কাও ছিলো বেশী। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হলো কর্মসূচী।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগর শান্তির নগর। এখানে প্রত্যেকে প্রত্যেকের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালন করে থাকে। আমরা নেতা-কর্মীদের নিয়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অহিংস কর্মসূচি পালন করেছি। এখানে বিএনপি কারও প্রতিপক্ষ নয়। অন্য রাজনৈতিক দল তার কর্মসূচি দিয়েছে, ভিন্ন জায়গায় তারা সেটা পালনও করেছে।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, আওয়ামীলীগ শান্তি সমাবেশ করছে। নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করছি। সিলেটে যেন সৌহার্দ্যের রাজনীতি বজায় থাকে, সে জন্য আমরা রেজিস্টারি মাঠের ভেন্যু পরিবর্তন করে শহীদ মিনারে সমাবেশ আয়োজন করেছি। আওয়ামীলীগ এখানে উদারতা দেখিয়েছে।
‘শান্তি সমাবেশ’ নাম দিয়ে কর্মসূচী পালন করে জেলা ও মহানগর আওয়ামীলীগ। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে সমাবেশের নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীরা। মিছিল আর স্লোগান এবং নেতা-কর্মীদের ভিড়ে শহীদ মিনার এলাকা মুখর হয়ে উঠে। শনিবার বেলা তিনটা থেকে সমাবেশ মঞ্চে উপস্থিত হতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। তবে বেলা চারটা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
ওদিকে, ১০ দফা দাবিতে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি। বেলা ২টায় বিএনপির সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।
আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে এই সমাবেশ করে বিএনপি।
এদিকে, দুই দলের কর্মসূচীকে ঘিরে নগরের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ বাহিনীর সদস্যদের।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকাতে টহল পুলিশের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।