বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে ক্যান্সার দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৫:৫২ অপরাহ্ন
প্রতি বছর ক্যান্সার সচেতনতামূলক নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দিবসটি পালন করে আসছে। ঈষড়ংব ঃযব পধৎব মধঢ় প্রতিপাদ্যে হাসপাতালের কনফারেন্স হলে শনিবার বিকেল ৩ টায় ক্যান্সার সচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাহাব উদ্দিন’র সভাপতিত্বে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডঃ আবু সালেহ মোস্তাফা কামাল।
এই সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রশংসার দাবিদার। এই প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে এবং রোগীদের কল্যাণার্থে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা প্রদান করা হবে।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট, নিবাস রঞ্জন দাস উপপরিচালক সমাজ সেবা অধিদপ্তর সিলেট, কাজি শামীম আরডিসি সিলেট, অনুজ চক্রবর্তী সমাজসেবা অফিসার বিয়ানীবাজার, জাকির হোসেন খান সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখা, লুতফুর রহমান সাধারণ সম্পাদক বিয়ানীবাজার ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। বিজ্ঞপ্তি