১২ দলীয় জোটের সিলেট বিভাগীয় সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫১:২৩ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী বলেছেন, নিজেদের প্রয়োজনে মানুষ আজ আন্দোলনে নেমেছে। তেল-গ্যাসসহ সবকিছুর দাম বেড়েছে। কিন্তু কৃষকের শ্রমের দাম বাড়েনি। মানুষের ঘাড়ে ঋণের চাপ বেড়েছে। ভোটের অধিকার ফিরে পেতে চায় সারা দেশের মানুষ। নির্দলীয় সরকারের অধীনে ভোট আজ আপামর জনতার প্রানের দাবী। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে রুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দাবি জানান।
তিনি শনিবার নগরীর কোর্ট পয়েন্টে সরকারের দমনপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ১২-দলীয় জোট আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব এর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি আলী আব্বাস খান, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির সিলেট জেলা সভাপতি ফয়জল বারী, এনডিপির সিলেট জেলা সভাপতি আহমেদ শফি, জেলা সেক্রেটারি রেজওয়ান আহমদ, কল্যাণ পার্টির জেলা সেক্রেটারি আনিসুর রহমান আবু।
সমাবেশে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা রশিদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, জমিয়তের মহানগর সহ সভাপতি হাফিজ খলিলুর রহমান, জেলা সহ সভাপতি মাহমুদ হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সরকার, হাফিজ মাহমুদুল হাসান, জমিয়ত নেতা মাওলানা ফয়জুল বারী, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সভাপতি দিলওয়ার হোসেন ইমরান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিপু, ছাত্রনেতা জিয়াউর রহিম উসামা, মোজাম্মিল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি