কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে ধস
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২০:৫০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : রাঙ্গামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পানি স্বল্পতায় উৎপাদন ধসের পর্যায়ে পৌঁছেছে। শনিবার ( ফেব্রুয়ারী) সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র একটি ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে হ্রদে পানি স্বল্পতার ফলে বিদ্যুৎকেন্দ্রে ৪ টি ইউনিট ১,২,৩ ও ৫ ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র ৪নং ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই জল জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, হ্রদে চলতি মৌসুমে পানি নেই। পানি স্বল্পতার ফলে ইতি মধ্যে ৪টি ইউনিট বন্ধ হয়ে গেছে। বর্তমানে হ্রদে পানি থাকার কথা (৯৬.৫৮এম.এস.এল ফিট)। কিন্ত তা কমে আছে (৮৩.৩১ এম.এসএল ফিট)। দিন দিন পানি হ্রদে হ্রাস পাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী মার্চ মাসে বড় ধরনের বিদ্যুৎ ধসের আশঙ্কা করা হচ্ছে। বর্ষায় পযাপ্ত পরিমান বৃষ্টিপাত না হওয়ার দরুন সব ইউনিট চালানো সম্ভব হচ্ছে না। বৃষ্টিপাত না হলে সামনে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সমস্যয় পড়তে হবে।