চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন জিএম কাদের
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০০:৪৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) দায়িত্ব পালনের ওপর নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছে। মামলার বিবাদীদের আট সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি আব্দুল হাফিজের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জিএম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। রাষ্ট্রপরে শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. ইনসান উদ্দিন শেখ। সহকারী অ্যাটর্নি জেনারেল মামুনুর রশিদ।
শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা বাতিল চেয়ে জিএম কাদেরের আপিল গত ১৯ জানুয়ারি না-মঞ্জুর করেন ঢাকার জেলা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।
এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেেিত গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।