অনির্বাণ এই ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:১৯:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
বায়ান্ন’র ৬ ফেব্রুয়ারি ছিল ভাষা আন্দোলনের একটি ঐতিহাসিক মাইলফলক। কারণ, ‘রাষ্ট্রভাষা দিবস’ পালনের সিদ্ধান্তটি নেওয়া হয় এইদিনেই।
এর দু’দিন আগে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ঢাকাজুড়ে প্রতিবাদ মিছিলে আন্দোলনের যে গতি সঞ্চার করে তারই রেশ ধরে ৬ ফেব্রুয়ারি ছিল ছাত্রদের জন্য প্রচন্ড ব্যস্ততার দিন। আহুত একুশে ফেব্রুয়ারির হরতাল সফল করতে ব্যস্ততা বেড়ে যায় ছাত্র নেতাদের। আন্দোলন কর্মসূচি সফল করতে চলে ব্যাপক জনসংযোগ ও অর্থ সংগ্রহের কর্মকাণ্ড।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে তার মোঘলটুলির বাসভবনে পূর্ববঙ্গ কর্মশিবির অফিসে ৬ ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় একুশে ফেব্রুয়ারি হরতালের পাশাপাশি ‘রাষ্ট্রভাষা দিবস’ পালনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে ১১ ও ১৩ ফেব্রুয়ারি পতাকা দিবস পালনের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।