ডেইলি সুনামগঞ্জ ডটকম’র আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৯:১০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
অনলাইন নিউজপোর্টাল ডেইলি সুনামগঞ্জ ডটকম’র আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় শহরের অভিজাত রেস্টুরেন্ট অ্যামব্রোশিয়ায় ডেইলি সুনামগঞ্জডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখ্তের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনির সঞ্চালনায় ডেইলি সুনামগঞ্জডটকম’র উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তিসোম মানস। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখ্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকার, গবেষক সুখেন্দু সেন, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক শাহ আবু নাসের, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেইলি সুনামগঞ্জডটকম’র নির্বাহী সম্পাদক মিল্লাত আহমেদ।