‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪০:২৫ অপরাহ্ন
ইংরেজি ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাত ৭ টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ সিলেট মোবাইল পাঠাগারের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মোবাইল পাঠাগারের সচিব এডভোকেট আব্দুস সাদেক লিপন, সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য ছয়ফুল আলম পারুল, দ্য আর্থ অব অটোগ্রাফ সম্পাদক আবদুল কাদির জীবন, ঔপন্যাসিক সিরাজুল হক ও শিক্ষক সৈয়দ রেজাউল হক, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, ছড়াকার কবির আশরাফ, কবি জেনারুল ইসলাম, ছড়কার নাঈমুল ইসলাম গুলজার, কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার সাজিদুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আতিকুর রহমান রুয়েব, ছড়াকার ফতুল করিম হাসান, কবি কামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি