শাবিতে গ্রন্থাগার দিবসে র্যালী
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৫:৫৬ অপরাহ্ন
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে ফিজিক্যাল সায়ন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার বলেন, ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’- এই স্লোগানকে প্রতিপাদ্য করে আজকে সারা বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই বিশ^ালয়ের গ্রন্থাগারটিকে ডিজিটাল লাইব্রেরির সকল সুবিধা প্রদানের উদ্যোগ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপ্লাইড সায়ন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম. লাইফ সায়ন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. দিলারা রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর আমিনা পারভীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মতিউর রহমানসহ শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি