গোয়াইনঘাটে ‘চেতনার’ ঘর হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৭:০৭ অপরাহ্ন
‘চেতনা যুব পরিষদ’-এর উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের আহাদুল্লাহ মনফর আলীর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পুন:নির্মাণকৃত ঘর হস্তান্তর অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন্ড কমিউনিটি সেন্টার বুল্টন ইউকে এর আর্থিক সহায়তায় চেতনা যুব পরিষদের সাবি’ক ব্যবস্থাপনায় এই ঘর পুন:নির্মাণ করে দেওয়া হয়।
মনফর আলীর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হাসিবের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ এর এসপি রৌশনুজ্জামান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা টাওয়ারের চেয়ারম্যান জাকারিয়া ইফতেখার শামীম, চেতনা যুব পরিষদ ইউকের সাধারণ সম্পাদক নরুল হক।
চেতনার সহকারী অফিস সম্পাদক কবি কামাল আহমদের সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিন উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ এম, কাওসার, সাংগঠনিক সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আমিন উদ্দিন, দপ্তর সম্পাদক তারেক মজুমদার, ডা: মিসবাহুল হক, হাকিম আফরোজ হোসেন, লুৎফুর রহমান, মিজানুর রহমান, আনাস হাবিব, উপদেষ্টা ডি এম, ওয়ারিস আলী, আহমদূল হক উমামা, তারেক ইউসুফ, আমির উদ্দিন পাভেল প্রমুখ। অনুষ্ঠান শেষে মনফর আলীর কাছে পুন:নির্মাণকৃত ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি