কোম্পানীগঞ্জে মাদক ও ডাকাতি মামলার ২ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৫:৫৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
চোর ও ডাকাতের উৎপাতে আতঙ্কিত কোম্পানীগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকার মানুষ। বিশেষ করে বিদ্যুতের ট্রান্সফরমার ও মোটরসাইকেল চোরদের উৎপাতে নাজেহাল জনসাধারণ।
সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের কোয়ার্টার থেকে ২টিসহ এক রাতে ৩টি মোটরসাইকেল চুরি হয়। এর মধ্যে একটি সরকারি মোটরসাইকেল। যা ব্যবহার করতেন বিআরডিবি’র উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শাহ আলম। গত ১ ফেব্রুয়ারী রাতে তার ব্যবহৃত টিভিএস কোম্পানির ১২৫ সিসির মোটরসাইকেলটি কোয়ার্টারের গেইটের থালা ভেঙ্গে চোরেরা নিয়ে যায়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন জায়গায় চলে পুলিশের সাঁড়াশি অভিযান। শনিবার রাতে পুলিশের অভিযানে একাধিক মাদক ও ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার বুড়দেও গ্রামের ইছাক আলীর পুত্র নজির আহমদ (৩০) ও কোম্পানীগঞ্জ গ্রামের হাসাব আলীর পুত্র মখতাছির আলী (৩০)। তাদেরকে উপজেলার দলইরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি হিল্লোল রায় জানান, আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ বদ্ধপরিকর। চুরি, ডাকাতি ও মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স আছে। এরই মধ্যে একাধিক মামলার ২ আসামিকে আমরা গ্রেফতার করেছি। তাদেরকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।