কুলাউড়া কৃষকলীগ সম্পাদকের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫০:১৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা কৃষকলীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরীর পিতা সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে মায়া মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার বিকেলে সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে এলাকায় শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিকসুত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে মায়া মিয়ার লাশ রোববার সিলেট থেকে রাতে তার গ্রামের বাড়ী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গজভাগ গ্রামে নিয়ে আসার পর সোমবার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।