জগন্নাথপুরে আ’লীগের প্রস্তুতিসভা
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫১:৪৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জগন্নাথপুরে আওয়ামীলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার আ.লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক ও সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, যুক্তরাজ্য প্রবাসী ও আ.লীগ নেতা হরমুজ আলী, উপজেলা আ.লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জব্বার, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ আলী, সাবেক সদস্য আফু মিয়া, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, আ.লীগ নেতা সেলিম আহমদ, ইয়াওর আলী, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক সহ-সভাপতি সুন্দর উদ্দিন, আ.লীগ নেতা কওছর রশীদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, পাটলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবলীগ নেতা তাজ উদ্দিন, পৌর যুবলীগ নেতা রিপন আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, জুনায়েদ আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আদিল প্রমূখ। সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন সফলের লক্ষে সকল নেতাকর্মীদের দায়িত্ব পালনের আহবান জানানো হয়।