ফেঞ্চুগঞ্জে মৎস্যজীবী লীগ নেতার উপর হামলায় নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫২:২৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ।
শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় আ.স.ম মিসবাহ বলেন, আওয়ামী পরিবারের একজন নিবেদিতপ্রাণকর্মী আক্তার হোসেনের উপর ন্যাক্কারজনক হামলা যারা ঘটিয়েছে তারা কোন দলের-গোষ্ঠীর হতে পারে না। যারা সন্ত্রাসী কর্মকান্ড চালায় তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী। আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি অতিসত্তর প্রশাসন এই হামলার তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসবে। বিজ্ঞপ্তি