প্রবীণ ব্যাংকার ইউসুফ চৌধুরীর ইন্তেকাল, দাফন কাল
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৮:৩৪ অপরাহ্ন
প্রবীণ ব্যাংকার ইউসুফ চৌধুরী আর নেই। রোববার বেলা ২টায় রাজধানী ঢাকায় তিনি ইন্তেকাল হয়েছেন।(ইন্না-লিল্লাহি ———- রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ এশা গোলশান সোসাইটি মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কাল সোমবার বিকেল ৫ ঘটিকায় মরহুমের পৈত্রিক নিবাস গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী বনবাড়ী ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে স্থানীয় গুরুস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
প্রখ্যাত ব্যাংকার তৎকালীন হাবিব ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন তিনি অগ্রণী ব্যাংকের জিএম হিসেবে কর্মরত অবস্থায় আশির দশকে,ব্যংকের প্রতিষ্ঠালগ্নে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন।পরবর্তীতে তিনি আল-বারাকা ব্যাংকেও সিনিয়র ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।
এদিকে বিশিষ্ট ব্যাংকার ইউসুফ চৌধুরীর মৃত্যুতে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী, মৌলভী আব্দুর রহিম চৌধুরী পারিবারিক প্রীতি সংঘের সভাপতি আলহাজ্ব তারেক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাক্কাফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি