তাহিরপুরে তিন দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৭:৪২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। তিনি সোমবার সকাল সাড়ে ১১টায় তাহিরপুর সদর বাজারে এই জরিমানা করেন।
জানা যায়, উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানে পন্যের মূল্য তালিকা না থাকায় ও বিভিন্ন পন্যের মূল্য বেশি রাখায় অভিযোগে এই অভিযান পরিচালনা করেন। এসময় আরমান মেশিনারীজ, মুক্তা টেলিকম ও ইসলাম টেলিকমকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়।