গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে সিপিবি’র অভিযাত্রা
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪১:০৪ অপরাহ্ন
গ্যাস-বিদ্যুৎ সহ নিত্যপণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ভোট ও ভাতের অধিকার আদায় দেশ ও মানুষ বাঁচাতে কেন্দ্র ঘোষিত গণজাগরণ অভিযাত্রা কর্মসূচী পালন উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে রোববার স্থানীয় খোয়াই ব্রীজ, মুত্তালিব চত্ত্বর, আনোয়ারপুর বাইপাস এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি সাধারণ কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, রঞ্জন কুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন- মোঃ আহাদ মিয়া, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, মোঃ মনজিল মিয়া, অবিনাশ সরকার, অর্জুন দাস, মোঃ রফিকুল ইসলাম। দাবির প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ রাহিমুল চৌধুরী, মোঃ এনামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি