বাসিয়া প্রকাশনীর সত্ত্বাধিকারীর সাথে যুক্তরাজ্য দক্ষিণ সুরমাবাসীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪৪:৫২ অপরাহ্ন
যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে বাসিয়া প্রকাশনীর সত্ত্বাধিকারী মোহাম্মদ নওয়াব আলীকে নিয়ে এক মতবিনিময় সভা গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লন্ডনের রয়েল রিজেন্সী হলে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, কমিনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, কাউন্সিলর ফয়জুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বারী, সাবেক ছাত্রনেতা মকসুদ রহমান, শিক্ষাবিদ আব্দুর রকিব।
আজিজ চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা কমিউনিটি লিডার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন গাজী আব্দুল কাদির।
সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, আব্দুল আহাদ চৌধুরী শাহ ইমরান, মুজিব হোসেন, সিরাজ মিয়া খান, আব্দুল আহাদ, লুৎফুর রহমান ছায়াদ, ডাঃ গিয়াস উদ্দিন, রফিক উদ্দিন, কাউন্সিলর ইমন আহমদ, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সিনিয়র সাংবাদিক কামাল মেহেদি, কাজী বাবর উদ্দিন, পারভেজ আহমদ, আব্দুল বাতিন, মুনসুর আহমদ, মুহিবুর রহমান, শাহ আব্দুল মোহিত, জালাল করিম, আব্দুল হাফিজ ফজলু, মোহাম্মদ আকরাম উদ্দিন, সেবুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি