স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নত শিক্ষায় শিক্ষিত নাগরিক গড়ে তুলতে হবে : নাসির খান
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৮:৪৫ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, সরকার শিক্ষানীতিকে সামনে রেখে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান সহ নানা সুযোগ সুবিধা দিয়ে আসছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নত শিক্ষায় শিক্ষিত নাগরিক গড়ে তুলতে হবে।
তিনি সোমবার সকাল ১১টায় নগরীর উপশহরস্থ শাহজালাল উপশহর হাই স্কুল সিলেট আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রুহুল আলম এবং শিক্ষক আব্দুস সালাম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এ কে এম সামসুন নুর, কামাল উদ্দিন, মো. আবুল কালাম, মো. আব্দুল ওয়াদুদ, আসমা আক্তার, মো. আব্দুল্লাহ আল জাফর, নাহিদ ইসরাত রুমকী, মোস্তফা খাতুন মিনু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজিব উদ্দিন মাহি। গীতা পাঠ করেন স্বর্ণা বালা দেবী। বিজ্ঞপ্তি