লতিফা শফি মহিলা কলেজে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৮:৪৮ অপরাহ্ন
শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। সোমবার দিন ব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীরা ১১টি স্টল সাজিয়েছিলেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী শত রকমের বাহারী ও মুখরোচক পিঠা দিয়ে। কলেজ চত্ত্বরে শুরু হওয়া এ পিঠা উৎসবে ছিল বেশ ভিন্নতা। গ্রামীণ লোকজ ঐতিহ্য নাম ছিল স্টল গুলোর। শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা এসব পিঠা সাজিয়েছেন তাদের স্টলে।
উৎসবে পিঠা নিয়ে অংশ গ্রহনকারিদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। কলেজের অধ্যক্ষ মো: আমিরুল আলম খান এর সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ডা. মো: শামিমুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, ওয়ান ব্যাংকের ব্যবস্থপক ও লেখক মোস্তাক আহমদ চৌধুরী, অভিভাবক সদস্য আব্দুল হাই খসরু, ইমজার সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিপল চৌধুরী, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল ইসলাম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি