লামাবাজারে ফ্যামিলি টাওয়ারে আগুন
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০১:৪৭ অপরাহ্ন

ফাইল ছবি
স্টাফ রিপোর্টার : নগরীর লামাবাজারে ফ্যামিলি টাওয়ারের পার্কিংয়ে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ পার্কিংয়ে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। টাওয়ারের বাসিন্দা ও ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করে বলেন- আগুন যদি ছড়িয়ে পড়তো তবে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে তা হয়নি।
এ বিষয়ে লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাশেদ ফজলের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রশিক্ষণে ঢাকা অবস্থান করছেন বলে জানান।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়ভাবে আগুন নেভানো হয়েছে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।