তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩২:৪৯ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। বর্তমান সরকার এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় রেডক্রিসেন্ট সোসাইটি এই জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশ’র অনুকূলে বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটে ইউনিটের প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। যুব রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধান নাজিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী, মোঃ সুয়েব আহমদ, জেলা পরিষদ সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মোঃ নাজির শিকদার, মোঃ আব্দুর রাকিব, রেডক্রিসেন্টের আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, আহমদ হোসেন, নিজাম উদ্দিন, যুব রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান পলাশ গুন, উপ যুব প্রধান-২ বদরুল আজাদ শুভ, সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি রানা ভূইয়া, যুব রেডক্রিসেন্ট সোসাইটির জনসংযোগ পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান আমিনা আহমেদ, যুব সদস্য সুলতান, পঙ্কজ, হুসাইন, মাহিন, মারিয়া, ইফজাল, জাবলু প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সূচনা হিজড়া। বিজ্ঞপ্তি