তথ্য অফিসের ইপিআই প্রচার কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৮:১৯ অপরাহ্ন
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ইপিআই কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে সিলেট জেলা তথ্য অফিস প্রচার নানাবিধ প্রচার কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় সিলেট জেলার ৬টি উপজেলায় কমিউনিটি ডায়ালগ, মতবিনিময় সভা, লোকসঙ্গীত, কুইজ প্রতিযোগিতা, ওরিয়েন্টেশন কর্মশালা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার সারিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কমিউনিটি ডায়ালগ ও মতবিনিময় সভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি