কুলাউড়া ডেকোরেটার্স ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০১:১২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলা ডেকোরেটার্স ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুলাউড়া শহরস্থ মান্নান কমিউনিটি সেন্টারে নির্বাচন পরিচালনা পরিষদের আয়োজনে শপথ গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক কুলাউড়া টিবিএফ চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী হাছানের পরিচালনায় শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। তিনি নব-নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও বেগবান করে মানুষের সামর্থের মধ্যে সেবা দেয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও নির্বাচন সদস্য সচিব মাওঃ আব্দুল ওয়াহিদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সমিতির বিদায়ী আহ্বায়ক শাহ আজিজুর রহমান পারুল, নব-নির্বাচিত সভাপতি মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম শামীম।
উল্লেখ্য ৩ বছর মেয়াদী নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি পদে মোঃ আব্দুর রহিম ও সম্পাদক পদে মোঃ আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান চৌধুরী খোকন, সহ-সম্পাদক কাজী বাবর হোসেন সাজু, কোষাধ্যক্ষ মোঃ আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা মোঃ সুন্দর আলী, তথ্য ও দপ্তর সম্পাদক মোঃ ফারুক মিয়া টেকই, সাংগঠনিক মোঃ ফারুক মিয়া, সহ-সাংগঠনিক মোঃ আয়ুব আলী, ক্রীড়া ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোঃ আয়াত উদ্দিন এবং ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আছকর আলী ও সম্পাদক মোঃ নুর মিয়া, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আমজদ মিয়া ও সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী হাছান ও সম্পাদক শ্রী অনন্ত দেব, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ সোনাবর আলী ও সম্পাদক শেখ মোঃ পারভেজসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি শপথ গ্রহন করে দায়িত্বভার গ্রহণ করেন।