বড়লেখা ফাউন্ডেশন ইউকে ঘরের চাবি হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৯:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা ফাউন্ডেশন ইউকে প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে উপজেলার দুইটি গৃহহীন পরিবারকে টিনসেড ঘর নির্মাণ করে দিয়েছে। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন স্বেচ্ছাসেবি এই চ্যারেটি সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ ও উপদেষ্টা ফাইজ মোহাম্মদ রাহমান।
উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের অসচ্ছল গৃহীন লুৎফুর রহমান ও পূর্ব-দক্ষিণভাগ গ্রামের সাহাব উদ্দিনের পরিবারের সদস্যদের বসবাসের জন্য প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে পাকাঘর দুইটি নির্মাণ করে দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।
নবনির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা ফাইজ মোহাম্মদ রাহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ।
বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সহকারি সমন্বয়কারি সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান সমন্বয়কারি রেজাউল ইসলাম মিন্টু, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, উপকারভোগি লুৎফুর রহমান প্রমুখ।