শাহ মিরাজ ইয়ুথ ফোরামের ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৬:৪৬ অপরাহ্ন
শাহ মিরাজ (রঃ) ইয়ুথ ফোরাম সিলেটেরে উদ্যোগে নগরীর রায়নগর এলাকায় আন্ত:মহানগর ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে রায়নগর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আলিম ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর আলিমুল এহসান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ যুব ফোরামের আহ্বায়ক শাহাজাহান আলী ও শাহ মিরাজ (রঃ) ইয়ুথ ফোরাম সিলেটের অন্যতম উপদেষ্টা নজরুল ইসলাম সুয়েব।
শাহ মিরাজ (র.) ইয়ুথ ফোরাম সিলেটের সভাপতি শামসুর রহমান জাবালের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল ওয়াহিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল আলীম, বেলাল আহমদ, মাজেদ বিন নাঈম, রাহী উদ্দিন কামালী, মিলাদ আহমেদ, মাহিদুর রহমান মাহিদ, রানা আহমেদ, আবু নাসের, শাকিল আহমদ প্রমূখ।
উদ্বোধনী দিনে গ্রীণ পিস কমিউনিটি ও ইয়াং এম্পায়ার এবং ওয়াই এস ১৫ ও ইয়ুথ জোন ১৬ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রীণ পিস কমিউনিটি ও ওয়াই এস ১৫ জয়লাভ করে। বিজ্ঞপ্তি