এবার সিলেট বোর্ডে কমেছে পাশের হার, বেড়েছে জিপিএ-৫
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষা বোর্ডে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাশের হার ৮১.৪০%। জিপিএ-৫ পেয়েছে ৪৮৭১ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় পাশের হার কম। তবে এ বছর জিপিএ-৫ বেড়েছে।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল বুধবার দুপুরে এ ফলাফল ঘোষণা করেন।
এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ৬৬ হাজার ৪৯১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৪ হাজার ১২২জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪হাজার ৮৭১জন। এদিকে গত বছরের চেয়ে এবছর কমেছে পাশের হার। তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ড থেকে ৬৬হাজার ৬৬১জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছিল ৬৩হাজার ১৯৩জন। পাশের হার ছিল ৯৪.৮০%। জিপিএ-৫ পেয়েছিল ৪হাজার ৭৩১জন শিক্ষার্থী।