মহিলা কলেজে জিপিএ-৫ ৪৮৭
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৭:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সরকারি মহিলা কলেজে এবারের ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাশের হার কমেছে। এবছর পাশের হার ৯৯ দশমিক ১২ শতাংশ, যা গতবার ছিল ৯৯ দশমিক ৭৩ শতাংশ। এবছর এখান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৭শ ৯৪ জন ছাত্রী। এতে জিপিএ ৫ এসেছে ৪শ ৮৭ টি। এরমধ্যে পাশ করেছে ৭শ ৮৭ জন, ফেল করেছে ০৭ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪শ ৯ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে। অন্যদিকে মানবিক বিভাগ থেকে ৩শ ৮৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৩শ ৭৮ জন, ফেল করে ৭ জন। বুধবার দুপুর সাড়ে ১২টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। ৪শ ৮৭ টি এবছর জিপিএ ৫ এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে এসেছে ৩শ ৫২টি এবং মানবিক থেকে ১শ ৩৫ টি।
গতবছর ৭শ ৫২ জন ছাত্রীর মধ্যে পাশ করেছিল ৭শ ৫০ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩শ ৯৯ জন অংশ নিয়ে পাশ করে ৩শ ৯৬ জন এবং মানবিক থেকে ৩শ ৫৬ জন অংশ নিয়ে পাশ করে ৩শ ৫৪ জন। জিপিএ ৫ আসে ৪শ ৯৭ টি, এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে আসে ৩শ ৮৯ টি এবং মানবিক থেকে ১শ ৮ টি।