‘অমীমাংসিত হৃদকথন’ কাব্যের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৪:০০ অপরাহ্ন
কবি সেনুয়ারা আক্তার চিনু’র কাব্যে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প এবং ছন্দে তাঁর কবিতা হয়ে উঠেছে অনন্য। ‘অমীমাংসিত হৃদকথন’ কাব্যে দেশপ্রেম এবং স্বজাত্যবোধের সার্থক প্রকাশ ঘটেছে। তাঁর কবিতার জীবন ও জগতের বাস্তবতা যেকোনো পাঠককে সহজেই নাড়িয়ে দেবে।
পাণ্ডুলিপি প্রকাশনের উদ্যোগে কবি ও গল্পকার সেনুয়ারা আক্তার চিনুর ‘অমীমাংসিত হৃদকথন’ কাব্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত বইমেলায় মঙ্গলবার সন্ধ্যায় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক-প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক জিল্লু, ছাড়াকার শাহাদত বখত শাহেদ, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, পোয়েট্সপিডিয়া বাংলা রাইটার্স ক্লাবের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী (মনি) এবং অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক সেনুয়ারা আক্তার চিনু।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল এমদাদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মনজুর আহমদ, জহিরুল হক, কবি শমশাদ গাজি, কবি শিপারা বেগম শিপা, কবি রওশন আরা বাঁশি, কবি ইশরাক জাহান জেলী, কবি মাসুমা টফি একা, রুহুল আমীন, কবি মাসুদা সিদ্দিকা রুহি, রিপন আহমদ, সালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি