বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ ইরফান
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪০:৩৬ অপরাহ্ন
বিসিএস (তথ্য-সাধারণ) নবম ব্যাচের কর্মকর্তা নাসরুল্লাহ মোঃ ইরফান গত বৃহস্পতিবার বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।
তিনি পহেলা জানুয়ারি ১৯৬৫ সালে লক্ষীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে তথ্য সাধারণ ক্যাডারে অনুষ্ঠান সংগঠক পদে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে যোগদান করেন। তিনি পরিচালক (অনুষ্ঠান), উপমহাপরিচালক (অনুষ্ঠান) ও অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) পদে দায়িত্ব পালন করেন।
এদিকে, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান করায় নাসরুল্লাহ মোঃ ইরফানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকসহ কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। বিজ্ঞপ্তি