উইমেন্স মডেল কলেজের সাফল্যধারা অব্যাহত
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৪:২৮ অপরাহ্ন
উইমেন্স মডেল কলেজ প্রতিবারের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ বছর ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ টি এ প্লাস, ১০১ টি এ সহ ৯৪% ফলাফল অর্জন করেছে। বুধবার কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য এ বছর মোট ১৯১ জন পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১১০ জন অংশগ্রহণ করে ১৯ জন এ প্লাস, ৬৭ জন এ, ১৪ জন এ মাইনাস এবং ২ জন বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। মানবিক বিভাগে ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন এ প্লাস, ৩০ জন এ, ২২ জন এ মাইনাস, ১১ জন বি এবং ২ জন সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪ জন এ এবং ৩ জন এ মাইনাস গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়।