সিলেটে একমাসে বিএসটিআই’র ১১ মোবাইল কোর্ট
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গত জানুয়ারি মাসে সিলেটে ১১ টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। সিলেট নগরী ও বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বেকারি, ডিপার্টমেন্টাল স্টোর, মাছ, মাংস, মুদি দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ১৫ টি মামলা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান ও উপ পরিচালক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় এইসময় ১০টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত একটি মামলা করা হয়।