জামালগঞ্জে বিএনপি’র আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৩:৫৮ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারী সারা দেশে ইউনিয়নভিত্তিক পদযাত্রার কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা সদরের বাজার সংলগ্ন ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ শফিকুর রহমান শফিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সাংগঠনিক কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত টিম লীডার মোঃ আনিসুল হক।
উপজেলা বিএনপির স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম ফরায়েজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলীয় সাংগঠনিক কর্মসূচি সদস্য ও জেলা বিএনপি নেতা এড. ড. মোঃ জিয়াউর রহিম শাহীন।
অন্যান্যের মাঝে উপজেলা বিএনপি স্থগিত কমিটির সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহ্জাহান মিয়া, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া তালুকদার ও যুগ্ম আহ্বায়ক মোঃ আবু লেইস ও শাহ মোঃ লিয়াকত আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তাহের আহমেদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নুর সাদী, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আহমেদ জাকি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান তৌফিক, জামালগঞ্জ সরকারী কলেজ শাখার ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু সুফিয়ানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।