পাত্র ও মুন্ডা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৭:৫৪ অপরাহ্ন
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর আয়োজনে এবং দাতা সংস্থা মিসেরিওর কেজেডই এর সহায়তায় পাত্র ও মুন্ডা জনগোষ্ঠীর ৭৭জন ছাত্রছাত্রীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার পাসকপ কার্যালয়ে এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
পাসকপ এর ফিল্ড কর্মকর্তা মঙ্গল পাত্র’র পরিচালনায় ও নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাসকপ এর সাধারণ সম্পাদক ধীরেন্দ্র মোহন পাত্র ও সহ-সভাপতি উপেন্দ্র পাত্র। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দরুন মোহন পাত্র, ফাইনান্স এন্ড এডমিন, পাসকপ। বিজ্ঞপ্তি