বাহরাইনে এইচএসসিতে শতভাগ সাফল্য
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৮:৪১ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি :
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশটিতে অবস্থিত বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬ জন জিপিএ-৫ সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় শিক্ষকদের।
অধ্যক্ষ অরুণ জি বলেন, বাহরাইনে ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীরা শতভাগ পাস করায় দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন জানান।







