জৈন্তায় এইচএসসিতে পাশের হার ৮০.২২
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৮:৫৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮০.২২% ভাগ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন শিক্ষার্থী।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি প্রতিষ্ঠান হতে অংশগ্রহণ করে ১ হাজার ৪ শত ৫১ জন পরীক্ষার্থী। জেনারেল বিভাগে ৭টি, কারিগরি বিভাগে ২টি এবং মাদ্রাসা বিভাগে ১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জাফলং ভ্যালী বোডিং স্কুল থেকে ৪০ জন ছাত্র অংশ গ্রহণ করে ৩৯টি জিপিএ-৫ সহ শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।
জৈন্তাপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় জেনারেল বিভাগে ৭টি কলেজ হতে ১২৩২ জন অংশগ্রহণ করে ৯৬২ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৭৮.০৮। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন৷ এইচএসসি (কারিগরি) বিভাগে ২১০ জন অংশগ্রহণ করে ১৯৫ জন উত্তীর্ণ হয়। কারিগরি বিভাগে পাশের হার ৯৩.৯২ এবং মাদ্রাসা বিভাগে ১টি প্রতিষ্ঠান হতে ৯ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৭ জন, পাশের হার ৭৭.৭৮। জিপিএ-৫ পায়নি কেউই।
ইমরান আহমদ মহিলা সরকারি কলেজ হতে ৩৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৭৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮১.২৩। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। জৈন্তিয়া ডিগ্রী কলেজ হতে ২৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২১২ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮০.৩০। জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ হতে ১৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৪৯.৬৭। শাহজালাল (রাঃ) ডিগ্রী কলেজ হতে ৩২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৯৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯১.১০। রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ হতে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৩৮.৮৯। রমজার রূপজান বাগেরখাল একাডেমী হতে ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৬৩.৮৯। জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ হতে ১৪৮ জন অংশগ্রহণ করে ১৩৯ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৩.৯২। জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯০.৩২। খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা হতে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৭৭.৭৮।