এইচএসসিতে জহুর চান মহিলা কলেজের সাফল্য
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১১:০১ অপরাহ্ন
এবারের এইচএসসি পরীক্ষায় শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ সাফল্য অর্জন করেছে। কলেজের শিক্ষার্থীরা শুধু উপজেলায়ই সেরা নয় জেলায়ও সেরাদের কাতারে স্থান করে নিয়েছে। ৬টি জিপিএ-৫, ৫৩টি এ, ৪৩টি এ মাইনাসসহ কলেজে পাসের হার ৮৭। ব্যবসায় শাখায় ১০০%, বিজ্ঞান শাখায় ৯৫.২৪ ও মানবিক বিভাগে ৮২.৮৪% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। হবিগঞ্জ জেলায় বৃন্দাবন সরকারি কলেজের পর পরই রয়েছে জহুর চান বিবি মহিলা কলেজের অবস্থান।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আব্দুল কবিরের দিক নির্দেশনা, গভর্ণিং বডির সদস্যবৃন্দ, এলাকাবাসী, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের প্রচেষ্টার কারণে প্রতিষ্ঠার পর থেকেই জহুর চান বিবি মহিলা কলেজ ভালো ফলাফল করে আসছে। আগামীতে আমরা আরো ভালো করার চেষ্টা করবো। বিজ্ঞপ্তি